২৪ হাজার ভুতুড়ে কর্মচারী!

নাইজেরিয়ায় ২৪ হাজার ভুতুড়ে সরকারি কর্মচারীর সন্ধান পাওয়া গেছে। কাগজে-কলমে এসব কর্মচারীর অস্তিত্ব থাকলেও বাস্তবে এদের কোনো অস্তিত্ব ছিল না। তবে প্রতি মাসে এদের নামে সরকারি কোষাগার থেকে বেতন উত্তোলিত হতো। সোমবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আফ্রিকার বৃহত্তম অর্থনীতির দেশ নাইজেরিয়ায় সরকারি খাতে দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ অনেক দিনের। আঞ্চলিকভাবে শীর্ষ তেল উৎপাদনকারী এই দেশটি এক দশক ধরে মুদ্রাস্ফীতি, শেয়ারবাজারে দরপতন এবং সর্বনিম্ন অর্থনৈতিক প্রবৃদ্ধি মোকাবিলা করছে। গত বছর দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মুহাম্মাদু বুহারি। নির্বাচনের আগে বুহারি দেশ থেকে দুর্নীতি দূর ও সরকারি খরচ কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে চলতি সপ্তাহে ২৪ হাজার ভুতুড়ে সরকারি কর্মচারীকে ছাঁটাইয়ের নির্দেশ দেন তিনি। এর মাধ্যমে প্রতি মাসে ১ কোটি ১৫ লাখ ডলার খরচ কমানো সম্ভব হবে।

গত বছর ডিসেম্বরে বেতনগ্রহীতাদের চিহ্নিত করতে বায়োমেট্রিক তথ্য ও ব্যাংক ভেরিফিকেশন নম্বর ব্যবহার করে নিরীক্ষা শুরু হয়। এর মাধ্যমেই ২৩ হাজার ৮৪৬ জন ভুয়া কর্মচারীর সন্ধান পাওয়া যায়।

নাইজেরিয়ার অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, এখন থেকে প্রতারণা ঠেকাতে প্রতি মাসে ইলেকট্রনিক নিরীক্ষা পদ্ধতি ব্যবহার করা হবে।



মন্তব্য চালু নেই