২৯ আরোহী নিয়ে নিখোঁজ ভারতীয় বিমানবাহিনীর একটি বিমান

তামিলনাড়ু থেকে আন্দামান যাওয়ার পথে নিখোঁজ হয়ে গিয়েছে ভারতীয় বিমানবাহিনীর একটি বিমান। গত এক ঘণ্টার বেশি সময় ধরে বিমানটির সঙ্গে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন। বিমানটিতে ২৯ জন ছিলেন বলে জানা গিয়েছে।

শুক্রবার দুপুরে চেন্নাই থেকে রওনা দিয়েছিল বিমানটি। আন্দামানের পোর্ট ব্লেয়ারে নামার কথা ছিল। কিন্তু বিমানবাহিনীর সূত্রের খবর, আকাশে ওড়ার কিছু ক্ষণের মধ্যেই বিমানটির সঙ্গে যোগযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়া সত্ত্বেও এএন-৩২ বিমানটি পোর্ট ব্লেয়ারে পৌঁছয়নি। খবর : আনন্দবাজার পত্রিকা

নিখোঁজ বিমানটি এএন-৩২ গোত্রের হওয়াতেই আশঙ্কার মেঘ দেখতে শুরু করেছেন বিমানবাহিনীর কর্তারা। ১৯৯৯ সালে এই গোত্রেরই একটি বিমান দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল। ২১ জনকে নিয়ে আকাশে উড়েছিল সেই বিমানটি। দিল্লি বিমানবন্দরে অবতরণের ঠিক আগেই সেটি ভেঙে পড়ে।



মন্তব্য চালু নেই