২ দিনে বিক্রি এক লাখেরও বেশি হ্যান্ডসেট

গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে স্যামসাং গ্যালাক্সি এস ৭ ও এস ৭ এজ বিক্রি শুরু হয় দক্ষিণ কোরিয়াতে। ফোন দুইটি বাজারে আসার দুই দিন পার না হতেই ১ লাখেরও বেশি হ্যান্ডসেট বিক্রি হয়েছে।

ফোন দুইটি বাজারে আসার প্রথম দিন শুক্রবারই ৬০ হাজার মোবাইল বিক্রি হয়। শনিবার বিক্রি হয় আরও ৪০ হাজারের বেশি। রবিবারে ইয়োনশেপ সাইটে এই ডাটা প্রদর্শিত হয়।

এর মধ্যে স্যামসাং গ্যালাক্সি এস ৭ এজ বিক্রি হয়েছে ৪০ শতাংশ। গত বছর এস ৬ বাজারে আসার পর গ্রাহকদের পছন্দের শীর্ষে ছিল ফোনটি।

সাধারণত দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি বাজারে শনিবার বিক্রি কম থাকে। তবুও যে পরিমাণ বিক্রি হয়েছে তাতে সন্তুষ্ট বিক্রেতারা।

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে উম্মুক্ত হওয়া ফোনগুলোর অন্যতম বৈশিষ্ট্য হল দীর্ঘস্থায়ী ব্যাটারি, ধুলো ও পানি নিরোধক, বাঁকানো ডিসপ্লে, উন্নত মানের স্বল্প আলোতে আকর্ষণীয় ছবি তোলার ক্যামেরা এবং অতিরিক্ত মেমোরি কার্ড ব্যবহার করার সুবিধা।

স্যামসাংয়ের নতুন মোবাইলগুলো গ্রাহকদের মন জয় করে বিক্রয়ে শীর্ষে থাকবে বলে আশাবাদী প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।



মন্তব্য চালু নেই