২ বিদেশি হত্যার তদন্তে অগ্রগতি নেই

দুই বিদেশি নাগরিক হত্যার তদন্তে তেমন কোনো অগ্রগতি নেই বলে জানিয়েছেন পুলিশের অতিরিক্ত কমিশনার মারুফ হাসান খান।

শনিবার বিকেলে বিদেশিদের নিরাপত্তা বিধানে আইনশৃঙ্খলা বাহিনীর এক যৌথ মহড়া শেষে কানাডিয়ান দূতাবাসের সামনে সাংবাদিকদের তিনি একথা জানান।

তিনি বলেন, ‘দুই বিদেশি হত্যার তদন্ত প্রাথমিক পর্যায়ে আছে। তদন্ত কমিটির সদস্যদের আলাদা আলাদাভাবে দায়িত্ব দেয়া হয়েছে। তারা তদন্ত চালিয়ে যাচ্ছে। তবে বলার মতো তেমন কোনো অগ্রগতি নেই।’

হত্যার পর কূটনীতিকদের অতিরিক্ত নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, ‘বাংলাদেশে বিদেশিরা যাতে স্বচ্ছন্দে চলাফেরা করাতে পারে সেজন্য অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে।’

শুক্রবার যুক্তরাজ্য থেকে বাংলাদেশে বিদেশি নাগরিকদের ওপর আরো হামলা হতে পারে বলে দ্বিতীয় দফা সতর্কতার বিষয়ে তিনি বলেন, ‘আমাদের কাছে এ বিষয়ে তেমন কোনো তথ্য নেই।’

কূটনীতিক পাড়ায় সিসি ক্যামেরার বিষয়ে তিনি বলেন, ‘পুলিশের ডিসি, এডিসিরা এ বিষয়টি দেখভাল করছেন।’

যৌথ মহড়া প্রসঙ্গে তিনি বলেন, ‘বিদেশি নাগরিকদের আশ্বস্ত করতে সোয়াদ, এপিবিএন, ডিএমপি যৌথ মহড়া দেয়া হয়েছে। তারা যেন নিরাপত্তার বিষয়ে আতঙ্কিত না হয়।’

মহড়াটি গুলশান-১ এর পুলিশ কনকর্ড টাওয়ার থেকে শুরু হয়ে সংযুক্ত আবর আমিরাত, পাকিস্তান, সৌদি আরবের দূতাবাস এলাকা ঘুরে কানাডিয়ান দূতাবাসের সামনে গিয়ে শেষ হয়।’

এসময় উপস্থিত ছিলেন, গুলশান জোনের পুলিশের ডিসি মুস্তাক আহমেদ, ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম, ডিবির উপপুলিশ কমিশনার (মিডিয়া) মুন্তাসিরুল ইসলাম।



মন্তব্য চালু নেই