২ হাজার বছর পুরোনো মুক্তার সন্ধান

অস্ট্রেলিয়া থেকে খোঁজ পাওয়া গেল এক দুর্লভ মুক্তার৷ গোলাপী রংয়ের এই মুক্তাটি অন্তত দুই হাজার বছরের পুরোনো বলে দাবি করেছেন অস্ট্রেলিয়ার ওলংগং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কেট সাবো৷

তিনি জানিয়েছেন, সদ্য খুঁজে পাওয়া এই মুক্তাটি সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে তৈরি হয়েছিল৷ অতীতে অস্ট্রেলিয়া থেকে এমন ভাবে সৃষ্ট কোনও মুক্তা পাওয়া যায়নি৷ অস্ট্রেলিয়ার পশ্চিম দিকের কিম্বার্লি অঞ্চলে সেখানকার আদিম আধিবাসীদের প্রাচীন সভ্যতার নিদর্শনের খোঁজ করতে গিয়েছিলেন গবেষকদের একটি দল৷ সেখানেই একটি বিশেষ অঞ্চলে খননকার্য চালাতে গিয়ে ভূতলের অল্প নীচে এই মুক্তাটি খুঁজে পাওয়া যায়৷

কেট বলছেন, অস্ট্রেলিয়ার আদিম আধিবাসীদের আস্তানায় মুক্তা তৈরি হয় এমন বহু ঝিনুকের সন্ধান পাওয়া গিয়েছে ঠিকই, কিন্তু তার কোনওটিতেই কখনও মুক্তা পাওয়া যায়নি৷ খুঁজে পাওয়া এই মুক্তাটি গোলাপী রংয়ের৷ তার মধ্যে হালকা সোনালি আভা রয়েছে৷ মুক্তাটির ব্যস প্রায় পাঁচ মিলিমিটার এবং এটি গোলাকার৷ মুক্তাটি পশ্চিম অস্ট্রেলিয়ার সামুদ্রিক জাদুঘরে রাখা থাকবে৷



মন্তব্য চালু নেই