৩০ অক্টোবর জাবিতে প্রদর্শিত হবে নাটক “মনে আছে তো?”

শাহাদাত হোসাইন স্বাধীন, জাবি প্রতিনিধি : আগামী ৩০ অক্টোবর (সোমবার) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটরিয়ামে প্রদর্শিত হবে নাটক “মনে আছে তো?”। বেলা ৩ টা বিকেল ৫ টা ও সন্ধ্যা ৭ টা তিনটি সেশনে নাটকটি দেখা যাবে।

নাটকটি রচনা ও পরিচালনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ছাত্র রিসান আহমেদ। চিত্র ধারণে ছিলেন একই বিভাগের মাজহারুল ইসলাম সৈকত।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিহাব শাওন, নাঈম আবির, রেফাত হাসান সৈকত, আনিক দাস, তানজিদা ইয়াসমিন, নাজিফা আনজুম রিয়া, অধরা ত্রিপুরা মার্সি , রাফিউল শাহীদা প্রাপ্তি ও টগর দেবনাথ শুভ। তারা সবাই জাহাঙ্গীরনগরের শিক্ষার্থী।

নাটকটির পরিচালক রিসান আহমেদ বলেন,”এটা আমাদের দৈনন্দিন জীবনের গল্পমালা। আমি বিশ্বাস করি এই নাটকের প্রত্যেকটা চরিত্র আমাদের আশেপাশেই ঘোরাফেরা করে। আমরা খুব কাছ থেকেই দেখতে পাই। আমার গল্পটাতে আমি অর্থনৈতিক টানাপেড়ন নিয়ে কথা বলতে চেয়েছি। এই ক্যাম্পাসে এখনো হাজারো ছাত্রছাত্রী আছে যাদের একবেলা খাওয়ার সময় ভাবতে হয় পরের বেলার খাবার টাকাটা কোথা থেকে আসবে? আমি তাদের গল্পটাই বলতে চেয়েছি”।

নাটকটির মিউজিক ভিডিও “নীল রং ছিলো ভীষণ প্রিয় ” ইতিমধ্যে সামজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে ব্যাপক সাড়া ফেলেছে।

নাটকটির টিকিট মূল্য রাখা হয়েছে ২০ টাকা। প্রদর্শনীর দিন অডিটেরিয়ামে টিকিট পাওয়া যাবে।



মন্তব্য চালু নেই