৩০ টাকায় বিমান ছুঁয়ে দেখা

রাজধানীর আগারগাঁওয়ে আইডিবি ভবনের বিপরীত দিকের রাস্তা লোকে লোকারন্য। রাস্তার এক পাশে দিয়ে কোন রকমের গাড়ি যাচ্ছে। গাড়ি থেকে আনেকে বলতে শোনা গেল এখানে কি হয়। পাশ থেকেই একজন বলে উঠলো আরে এখনে তো ‘বিমান জাদুঘর’। বিকেল চারটা তখন।

বিমান বাহিনী জাদুঘরে ঢোকার জন্য টিকিট সংগ্রহর জন্য তখন ট্রেন লাইনের মতো দীর্ঘ হয়েছে লাইন। গেটের বাইরে তখনও প্রায় হাজার দর্শনার্থী ভেতরে প্রবেশের জন্য অপেক্ষমান। টিকিট বিক্রির দায়িত্বে আছেন তারা অনেকটাই হিমশিম খাচ্ছেন।

মোহাম্মদপুর থেকে পরিবার নিয়ে এসেছেন মোজাম্মেল হোসেন। সন্তানকে বিমানে চড়াবেন বলে এসেছেন তিনি। কিন্তু ভিড় দেখে ভিমরি খেলেন। স্কুল পড়ুয়া বাচ্চাকে বললেন, ‘চলো আমরা চন্দ্রিমা উদ্যানে যাই, সেখানে কোন লাইন ধরার ঝামেলা নেই।’ কিন্তু হাত ধরে থাকা সন্তানটি গো ধরলো; বলতে থাকে, ‘আমি প্লেনেই চড়বো।’
ভেতরে প্রবেশ করতেই দেখা গেল বিশাল চত্বরে বিমান, হেলিকপ্টার, রাডার। এর সবগুলোই নষ্ট। দর্শনার্থীদের দেখার জন্য রাখা হয়েছে এখানে। বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম বিমান বলাকাতে ওঠার জন্য দীর্ঘ লাইন দেখা গেলো। এটি ছাড়াও আরো কয়েকটি বিমানে ওঠার সুযোগ আছে। বিমানগুলোতে প্রবেশের জন্য টিকিট মূল্য ৩০ টাকা।

৩০ টাকায় বিমানে ওঠতে পেরে খুশি দর্শনার্থীরা। ‘এতদিন দূর থেকে বিমান দেখেছি, আজ ভেতরে প্রবেশ করলাম, আনেক ভালো লাগছে’- বলছিলেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া আফসানা।

বাচ্চার বিমানের ককটপিটে চড়ে আনন্দে আত্নহারা। তারা ছবি তুলে রেখেছেন স্মৃতি হিসেবে।
আসলাম হোসাইন এসেছেন তার দুই মেয়েকে নিয়ে। তিনি ঢাকাটাইমসকে বলেন, ‘এত দিন এ জাদুঘরের নাম শুনেছি সময়ের অভাবে আসতে পারিনি, আজ পরিবার নিয়ে বেড়াতে এসেছি। প্লেন আকাশে না ওঠলেও ভেতরে তো ঢুকতে পেরেছি।’

ভেতরে তো আনেক খেলা যায়গা, কিন্তু টিকিট কেনার জন্য দীর্ঘ লাইন। টিকিট কাউন্টার আরও বাড়ানো হবে কি না- জানতে চাইলে বিমান বাহিনী জাদুঘরে গেটে দায়িত্বপ্রাপ্ত টিটু বলেন ‘আজ একটু ভিড় বেশি লক্ষ করা গেছে। তবে কাউন্টার বাড়ানোর সিদ্ধান্ত হয়নি।’

বিমান বাহিনী যাদুঘরে প্রবেশ মূল্য ২০ টাকা। সরকারি ছুটির দিন ও বুধ থেকে শনি বার সকাল দশটা থেকে আটটা পর্যন্ত এবং সোম থেকে বৃহস্পতিবার দুপুর দুইটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে যাদুঘর। রবিবার সাপ্তাহিক বন্ধ।

ভিড় দেখাগেল সামরিক যাদুঘর ও বঙ্গবন্ধু নভোথিয়েটারেও। রাজধানীর শাহবাগ থেকে ১০ বছরের তামান্না এসেছে বাবার হাত ধরে। নভোথিয়েটারে প্রবেশের জন্য প্রায় ঘণ্টাখানেক লাইনে দাঁড়িয়ে সে। বাবা সোলায়মান আহমেদ বলেন, গতকাল নভোথিয়েটার বন্ধ থাকায় আজ একটু বেশিই ভিড়। তিনি বলেন, ‘নভোথিয়েটারে শো দেখা শেষ করেই এখান থেকে যাব হাতিরঝিলে।’



মন্তব্য চালু নেই