৩৪ কেজি ওজনের একটি মুক্তা পেয়েছেন হতদরিদ্র এক জেলে

পালাওয়ান দ্বীপে বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক ৩৪ কেজি ওজনের একটি মুক্তা হতদরিদ্র এক জেলে পেয়েছেন বলে দাবি করেছে ফিলিপাইন।

তবে এটি প্রায় ১০ বছর আগে ঐ দ্বীপে এই জেলে কুড়িয়ে পান বলে একটি প্রতিবেদন করেছে বিশ্বের নামকরা শীর্ষ স্থানের পত্রিকা বিসিবি।

এদিকে, পালাওয়ানের এক সরকারি কর্মকর্তা বলেন, ওই জেলে এই মুক্তার দাম বুঝতে পারেননি। এটা সৌভাগ্যের প্রতীক হিসেবে লুকিয়ে রেখেছিলেন তিনি।

আইলিন আমুরাও নামের ওই কর্মকর্তা বিসিবিকে জানিয়েছেন, যখন ওই জেলে মুক্তাটি নিয়ে আসেন, তা দেখে আমরা অবাক হয়ে যাই।

মুক্তাটি ৬১ সেন্টিমিটার প্রশস্ত ও ৩০ সেন্টিমিটার দীর্ঘ। বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় মুক্তার রেকর্ড পার্ল অব লাও জুর। এর ওজন ৬ দশমিক ৪ কেজি।



মন্তব্য চালু নেই