৩ বছরের শিশুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, জিজ্ঞাসাবাদ!

শিরোনাম পড়ে যাঁরা চমকে উঠছেন, তাঁদের আগেভাগে জানিয়ে রাখা যাক, এই ঘটনা বাস্তব। ইংল্যান্ডের ডারহামের এই খবর প্রকাশ্যে আসার পরে চতুর্দিকে প্রতিবাদের ঝড় বইছে। আরও দুটি শিশুর সঙ্গে যৌনক্রিয়ায় অংশ নিয়েছিল তিন বছরের শিশুটি। পুলিশে এমন অভিযোগই দায়ের করা হয়েছে।

বাকি যে দুজনের কথা বলা হচ্ছে, তাদের একজনের বয়স ৫, অন্যজনের ৭। ঘটনাটি ব্রিটেনের। তার চেয়েও অবাক করে দেওয়ার মতো ব্যাপার এই যে, পুলিশ সাত-পাঁচ না-ভেবে টলোমলো পায়ে চলা ওই শিশুটিকে জিজ্ঞাসাবাদও করে ফেলেছে। প্রশ্ন উঠতে শুরু করেছে, যে শিশু ঠিকমতো কথা বলতে পারে না, সে যৌনক্রিয়ায় অংশ নেবে কীভাবে? সে যৌনতার বোঝেটা কী? ২০১৫ সালে হাজারেরও বেশি শিশুকে জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ।

তিন বছরের শিশুকে প্রশ্ন করা নিয়ে প্রতিবাদের ঝড় উঠলেও, অনেকেই একটি অন্য কথা বলছেন। বলা হচ্ছে, ব্রিটেনে অনেক কম বয়স থেকেই শিশুরা যৌনতার শিকার হচ্ছে। এ জন্য দায়ী ইন্টারনেট এবং পর্নোগ্রাফি। ফলে পুলিশকেও ক্ষেত্রবিশেষে কঠোর হতে হয়। শিশুদের জিজ্ঞাসাবাদ করতে হয় সেই কারণেই। কিন্তু তা বলে তিন বছরের শিশুকে জিজ্ঞাসাবাদ? মেনে নেওয়া যায় না।



মন্তব্য চালু নেই