৪০ কেন্দ্রের ভোট স্থগিত

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপের নির্বাচনে বিভিন্ন কারণে ৪০টি কেন্দ্রের ভোট স্থগিত করছে নির্বাচন কমিশন (ইসি)। ভোট শেষ হওয়ার পর ইসির নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় শাখার সহকারি সচিব আশফাকুর রহমান মঙ্গলবার বলেন, বেআইনি কার্যক্রমের অভিযোগে কোনো ইউপির ভোট বন্ধ হয় নি। তবে ভোটে অনিয়ম ও সংঘর্ষের ঘটনায় অন্তত ৪০টি ভোটকেন্দ্র বন্ধ রাখা হয়েছে।

মঙ্গলবার বিকাল ৪টায় ভোট শেষ হওয়ার পর কেন্দ্রে কেন্দ্রে চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত সদস্যপদের ভোট গণনাও চলছে।

দলীয় প্রতীকে প্রথমবারের মতো ইউপি ভোট হচ্ছে এবার। মঙ্গলবার ৭১২ ইউপিতে ভোট হয়েছে।

ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় সংঘর্ষ, কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই ও নানা অভিযোগের মধ্যে শেষ হয়েছে প্রথম ধাপের ইউপি নির্বাচন।

ভোট শেষ হওয়ার প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের কাছে অভিযোগ নিয়ে সাক্ষাত করে বিএনপির প্রতিনিধি দল।
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান এ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

বিএনপির মিডিয়া শাখার কর্মকর্তা শায়রুল কবির জানান, যুগ্ম সম্পাদক মো. শাজাহান, সুজাউদ্দিন, মনিরুল হক চৌধুরী ও কলিম উদ্দিন মিলন রয়েছে প্রতিনিধি দলে। তারা সিইসির কাছে সার্বিক পরিস্থিতি তুলে ধরবেন।

ইতোমধ্যে নির্বাচন কমিশনার আবু হাফিজ অপেক্ষাকৃত কম সহিংসতা-সংঘর্ষ হওয়ায় স্বস্তিও প্রকাশ করেছেন। এতে ৬০ শতাংশেরও বেশি ভোট পড়ার সম্ভাবনার কথা জানান তিনি। পরে আনুষ্ঠানিকভাবে ইসির প্রতিক্রিয়া ও পূর্ণাঙ্গ তথ্য দেওয়ার প্রক্রিয়া চলছে।



মন্তব্য চালু নেই