৪ দিনেই বিক্রি ২৪ লাখের বেশি অ্যালবাম!

অ্যাডেলের সদ্য প্রকাশিত ‘টুয়েন্টি ফাইভ’ অ্যালবামটি মাত্র চারদিনে ২.৪৩৩ মিলিয়ন কপি বিক্রি হয়েছে। এর মধ্য দিয়ে অতীতের সকল রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি করেছেন অ্যাডেল।

বিলবোর্ড ধারণা করছে এখানেই থেমে থাকবেন না অ্যাডেল। সপ্তাহ শেষ অ্যালবাম বিক্রির পরিমাণ ২.৯ মিলিয়ন ছাড়িয়ে যাবে। এর আগে এনসিন্ক এর ‘নো স্ট্রিং অ্যাটাচ’ এর দখলে ছিল রেকর্ডটি। ২০০০ সালে ২.৪১৫ মিলিয়ন বিক্রি হয়েছিল অ্যালবামটি। ১৯৯১ সালের পর অ্যালবাম বিক্রির দিক থেকে সবচেয়ে ভালো শুরু অ্যাডেলের টুইয়েন্টি ফাইভ।

যুবক থেকে বৃদ্ধ সব বয়সের লোকই অ্যাডেলকে পছন্দ করেন এবং তাদের পছন্দের তালিকাতেও রয়েছে টুয়েন্টি ফাইভ অ্যালবামের ‘হ্যালো’ গানটি। স্পোটিফাই এবং অ্যাপল মিউজিকে স্ট্রিমের সংখ্যাও প্রচুর বলে জানা গেছে।

অ্যাডেলকে ‘অসাধারণ’ বলে উল্লেখ করেছেন বিলবোর্ড সহ-পরিচালক কেইথ কাউলফিল্ড। তিনি বলেন, ‘তিনি তার ভক্তদের সঙ্গে এমনভাবে যুক্ত যে তার ভক্তরা তার গানের জন্য টাকা খরচ করেন।’

যুক্তরাষ্ট্রের বিগ-বক্স চেন অ্যাডেলের সদ্য প্রকাশিত এই অ্যালাবাম বিক্রি করছে। তারা জানিয়েছে, প্রথম দিনে অ্যালবাম বিক্রির ইতিহাস তৈরি করেছে তারা।



মন্তব্য চালু নেই