৫টি যুক্তিতে আমরা রিভিউ করেছি

একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালীন মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর যাবজ্জীবন কারাদণ্ডের রায়ের রিভিউ আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। রিভিউ আবেদনে যাবজ্জীবন কারাদণ্ডের পরিবর্তে ফাঁসি পুনর্বহালের আরজি জানানো হয়েছে।

মঙ্গলবার দুপুরে রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ মাহবুবুর রহমান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চূড়ান্ত রায়ের বিরুদ্ধে এ রিভিউ আবেদন জানান।

রিভিউ আবেদন দাখিলের পর অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

সেখানে তিনি বলেন, ‘সাঈদীকে ট্রাইব্যুনালের দেয়া ফাঁসির আদেশ বহাল চেয়ে সুপ্রিমকোর্টে একটি রিভিউ আবেদন দাখিল করেছি। রিভিউ আবেদনের মুল ৩০ পৃষ্ঠাসহ ৬৫৩ পৃষ্ঠার নথিপত্র আদালতে জমা দিয়েছি।’

তিনি বলেন, ‘৫টি যুক্তিতে আমরা এ রিভিউ করেছি। রিভিউ আবেদনে ইব্রাহিম কুট্টি ও বিশা বালি হত্যা শেফালী ঘরানী এবং মাখন সাহার দোকান ‍লুটের অভিযোগ তুলে ধরা হয়েছে।’

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘সাঈদী একাত্তর সালে প্রচণ্ড জনবিদ্বেষী ছিলেন। তিনি সে সময় নানা কুকর্ম করেছেন।



মন্তব্য চালু নেই