৫০নং কাস্তোর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

শরিফুল ইসলাম, ঠাকুরগাও প্রতিনিধি ॥ আমরা এক সাথে পড়ি, এক সাথে খেলি, এক সাথে খাই, এ স্লোগান সামনে রেখে ঠাকুরগাঁও পীরগজ্ঞ ৫০নং কাস্তোর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু করা হয়েছে । শির্ক্ষাথী ঝরে পরা রোধে বেসরকারী উদ্যেগে প্রত্যেক স্কুলে মিড ডে মিল চালু সরকারী ঘোষনার পর আনুষ্ঠানিক ভাবে ৫০নং কাস্তোর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু করা হয়েছে । শিশুরা নিজ নিজ বাড়ি থেকে টিফিন এনে টিফিন এর সময় এক সাথে খাবার খেতে এ নিয়ম চালু করা হয়েছে । এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক গণশিক্ষা মন্তাণালয সচিব হুমায়ুন খালিদ , গেষ্ট অব অনার সাবেক সংসদ সদস্য ইমদাদুল হক ঠাকুরগাঁও-৩, অনুষ্ঠানে সভাপত্বিত করেন জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস এ ছাড়াও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হারেস , এলাকার গনমান্যবর্গ ও স্কুলের শিক্ষক ছাএ,ছাএী,কর্মচারী ও অভিভাবকবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই