৫০ মামলার আসামি আরমান ‘বন্দুকযুদ্ধে’ নিহত

চট্টগ্রাম নগরীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আরমান হাজারী (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন।

নিহত আরমান হাজারীর বিরুদ্ধে অর্ধশত মামলা রয়েছে এবং এর ২১টিতে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল বলে পুলিশ জানিয়েছে।

শনিবার ভোরে চান্দগাঁও থানার শমসেরপাড়ার চান মিয়া হাউজিং সোসাইটিতে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়।

চান্দগাঁও থানার এসআই মো. নাছির জানিয়েছেন, চান মিয়া হাউজিং সোসাইটিতে আরমান সঙ্গীদের নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল- এমন খবর শুনে পুলিশ ভোরে সেখানে অভিযানে যায়। তখন পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশ সদস্যরাও পাল্টা গুলি চালান। দুই পক্ষের গোলাগুলির পর সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে আরমানকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরমানের মৃত্যু হয়।

ঘটনাস্থল থেকে দেশীয় কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানান এসআই নাছির।

তিনি বলেন, আরমানের বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজির অভিযোগে নগরীর বিভিন্ন থানায় ৫০টি মামলা রয়েছে। এর ২১টিতে তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল।



মন্তব্য চালু নেই