৫২ বছরে বিটিভি

৫২ বছরে পর্দাপন করল রাষ্ট্রীয় মালিকানাধীন গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর ঢাকার ডিআইটি ভবনের ছোট্ট একটি স্টুডিও থেকে অনুষ্ঠান সম্প্রচার শুরু করে বাংলাদেশ টেলিভিশন। এখন দেশ-বিদেশে কাজ করছে বিটিভি।

বাংলাদেশ টেলিভিশন দু’টি পূর্ণাঙ্গ কেন্দ্র ও ১৪টি রিলে কেন্দ্রের মাধ্যমে দেশের ৯৭ শতাংশ এলকায় অনুষ্ঠান প্রচার করে। এ ছাড়া বিটিভি ওয়ার্ল্ডের মাধ্যমে বিশ্বব্যাপী ২৪ ঘণ্টা অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে।

বিশ্বের প্রথম বাংলা টেলিভিশন অর্ধশত বছরেরও বেশি সময় পার করল। উপমহাদেশের প্রথম বাংলা টেলিভিশন চ্যানেলের যাত্রা শুরু হয় বিটিভি’র মাধ্যমে।

সরকারি এক তথ্য বিবরণীর মাধ্যমে বিটিভির একান্ন বছর পূর্তির খবর জানানো হয়।



মন্তব্য চালু নেই