৫ টাকার চা খেলেই ফ্রি ইন্টারনেট!

এতদিন সবাই জানতো বাড়িতে ইন্টারনেট কানেকশন ছাড়াও সাইবার ক্যাফেতে গিয়েই শুধুমাত্র ইন্টারনেট ব্যবহার করা যায়৷এবার ইন্টারনেট ব্যবহার করা যাবে চায়ের দোকানেও৷ খাদার বাসয়া নামক একজন ২৩ বছরের চা-ওয়ালা তাঁর চায়ের দোকানে একটি অভিনব নিয়ম চালু করেছেন৷ তাঁর চায়ের দোকানে কেউ যদি পাঁচ টাকার চা খায় তাহলে সে ৩০ মিনিট বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন৷

খাদার তাঁর ব্যবসা সম্প্রসারণের জন্য এবং বিক্রেতাদের আকর্ষণ করবার জন্য এই বিশেষ ইউনিক উপায়টি খুঁজে বের করেন৷ এই ইউনিক চায়ের দোকানটি অবস্থিত কর্ণাটকে৷ তারাই এই ইন্টারনেট পরিষেবাটি ব্যবহার করতে পারবেন তারাই যারা ওই সংলিষ্ট চা-য়ের দোকান থেকে পাঁচ টাকা মূল্যের চা খাবেন কেবলমাত্র তারাই৷ ওই ইন্টারনেট পরিষেবাটা পাওয়া যাবে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত৷

এই স্কিমটি অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠেছে কিছুদিনের মধ্যেই৷ এই চায়ের দোকানটি অবস্থিত কর্ণাটকের বালাড়ি জেলায় সিরুগুপ্পায়৷ এই স্কিমটি তিনি চালু করেন এই বছর সেপ্টেম্বর থেকে৷এই বিশেষ উদ্যোগটি করার আগে খাদার তাঁর দোকানে নেয় একটি রাউটার কানেকশন এবং তাঁরসঙ্গে কেবেল ওপারেটরের থেকে নেট কানেকশন৷ এই দিয়েই তিনি তাঁর ব্যবসা চালাচ্ছেন রমরমিয়ে৷

বাসয়া জানিয়েছেন, এই ওয়াইফাই পরিষেবা শুরু করার আগে তাঁর দোকানে তিনি ১০০ চা বিক্রি হতো এখন যা বেড়ে দাঁড়িয়েছে ৪০০তে৷ তিনি আরও জানিয়েছেন বেঙ্গালুরুর মতো শহরে ওয়াই-ফাই ফ্রি করে দেওয়া হয়েছে৷ অথচ রিমোট শহরগুলোতে অনেকেই স্মার্ট ফোন ব্যবহার করলেও ইন্টারনেট ব্যবহার করতে পারেন না৷ তাছাড়া এখন বর্তমানে মানুষের সোশ্যাল মিডিয়ার ওপর একটা নেশা হয়ে গিয়েছে৷ তাই এই ইন্টারনেট খুবই উপযোগী বলে জানিয়েছেন ওই চা-বিক্রেতা৷-কলকাতা২৪



মন্তব্য চালু নেই