৬০ কোটির বিনিময়ে গাড়ির লাইসেন্স প্লেট কিনলেন এই ভারতীয়

ট্যাঁকের জোর থাকলে অনেক কিছুই করা যায়। গাড়ির লাইসেন্স প্লেট পেতে যায় ৯০ লক্ষ মার্কিন ডলার খরচা করলেন এক ভারতীয়। মুদ্রায় যার মূল্য প্রায় ৬০ কোটি টাকা। নিজের রোলস রয়েসের জন্য দুবাইয়ে লাইসেন্স প্লেট পেতে এই বিশাল অঙ্কের টাকাই খরচা করলেন ব্যবসায়ী বলবিন্দর সাহানি।

জানা গিয়েছে দুবাইয়ে সরকারি নিলামে ‘D5’ প্লেটটির দাম ওঠে ৩৩ মিলিয়ন দিরহাম বা ৬০ কোটি টাকা। দুবাইয়ের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, প্রপার্টি ম্যানেজমেন্ট কোম্পানির কর্ণধার বলবিন্দর আগেও এমন কাণ্ড করেছিলেন। ১ মিলিয়ন দিরহাম দিয়ে নিজেরই অন্য একটি গাড়ির প্লেট কিনেছিলেন। গত বছর ২৫ মিলিয়ন দিরহামের বিনিময়ে “০৯” নম্বরটিও কিনেছিলেন এই ধনকুবের।

আসলে আরবে গাড়ির নম্বর কম ডিজিটের হওয়া এক বিশেষ সামাজিক মর্যাদা দেয়। ওইরকম গাড়ির নম্বর থাকলে বিশেষ ভাবে চেনা যায় মানুষকে। তাছাড়া কম ডিজিটের নম্বর প্লেট সরকারি নিলামে তোলা হয়। ধনী ব্যক্তিরা কোটি কোটি টাকা খরচ করে তা কিনে নেন। যেমন, ২০০৮ সালে আবু ধাবিতে নম্বর ১ প্লেটের জন্য জনৈক ব্যবসায়ী সইদ আল খউরি খরচ করেছিলেন ৫২.২ মিলিয়ন দিরহাম।



মন্তব্য চালু নেই