৬ বছরের শিশুকে চিঠি লিখলেন মোদি

বয়স মাত্র ৬ বছর। ছোট্ট শিশুটিকে চিঠি লিখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবারই সেই চিঠি হাতে পেয়েছে সে। প্রধানমন্ত্রীর চিঠি পেয়ে আপ্লুত মধ্যপ্রদেশের বালক ভব্য আভটে। ভব্যকে অজস্র ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী।

কী করেছে ভব্য? ইন্দোর থেকে ৪০ কিমি দূরে দিওয়াসের বাসিন্দা ৬ বছরের এই বালকটির কীর্তিতে রীতিমতো তাজ্জব তার মা-বাবাও। মা-বাবার কাছ থেকে পাওয়া কিছু পয়সা একটি পিগি ব্যাঙ্কে জমিয়েছিল ভব্য। পিসি, মাসি বা অন্যান্য আত্মীয়রাও আদর করে তাকে যা টাকা দিত, পিগি ব্যাঙ্কেই জমাত সে। এভাবে তার ১০৭ টাকা জমে যায়। না, চকোলেট বা খেলনা কেনেনি। গোটা টাকাটাই সে দান করে দিয়েছে, গরিব শিশুদের উন্নতির জন্য।

গত ২৫ জানুয়ারি ভব্য প্রধানমন্ত্রীকে ‘দাদু’ সম্বোধন করে একটি চিঠি লিখে জানায়, আমি রাস্তায় ও টিভিতে দেখেছি, গরিব শিশুরা স্কুলে যেতে পারে না। দাদু, আমি এই ১০৭ টাকা পাঠাচ্ছি। আমি চাই ওই গরিব শিশুরাও যেন আমার মতো স্কুলে যায়।

এই চিঠি পাওয়ার পরই প্রধানমন্ত্রী চিঠির উত্তর দেন। অজস্র ধন্যবাদ জানিয়ে ভব্যকে ভবিষ্যতে আরও বড় হওয়ার আশীর্বাদ করেন তিনি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া



মন্তব্য চালু নেই