৭০০ কোটি টাকা ব্যয়ে ৫ প্রকল্পের অনুমোদন

দেশের উন্নয়নের জন্য ৭০০ কোটি ৮ লাখ টাকা ব্যয়ে নতুন ৫টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর পুরো টাকাই সরকারি তহবিল থেকে যোগান দেয়া হবে।

মঙ্গলবার (১২ জুলাই) রাজধানীর শেরে বাংলানগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদন দেয়া হয়। একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সভায় মোট ৫টি প্রকল্প অনুমোদন দেয়া হয়।

একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের ব্রিফিং করতে গিয়ে বলেন, ‘একনেক সভায় মোট ৫টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ৭০০ কোটি ৮ লাখ টাকা। এর পুরো টাকাই সরকারি তহবিল থেকে যোগান দেয়া হবে।’

তিনি বলেন, ‘গত ২০ বছর ধরে উপকূলীয় অঞ্চলের চোরচালান, ডাকাতি, মাদক ও মানব পাচার প্রতিরোধ বাংলাদেশ কোস্ট গার্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংস্থাটির কাজ আরো গতিশীল করতে ৪৪৫ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে ‘বাংলাদেশ কোস্ট গার্ডের জন্য বিভিন্ন প্রকার জলযান নির্মাণ’ প্রকল্প হাতে নেয়া হয়েছে।’

প্রকল্পটি আওতায় ১৪টি জলযান ক্রয়সহ বিভিন্ন সংখ্যক ভৌত স্থাপন নির্মাণ করা হবে জানান পরিকল্পনামন্ত্রী।

একনেক সভায় অনুমোদিত অন্য প্রকল্পগুলো হলো- ৫২ কোটি ৭১ লাখ টাকা বয়ে ‘জেলা সদর ও ব্যাটালিয়ন আনসার ও ভিডিপির ব্যারাকসমূহের ভৌত সুবিধাদি সম্প্রসারণ’ প্রকল্প, ৮৭ কোটি ৪৬ টাকা ব্যয়ে ‘আর্থ সামাজিক অবকাঠামো বিভাগের ই-জুডিশিয়ারি পাইলট প্রকল্প এবং বেগম আমিনা মনসুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, কাজিপুর, সিরাজগঞ্জ’ প্রকল্প, শিল্প ও শক্তি বিভাগের ‘বিসিক শিল্প নগরী, ভৈরব (১ম সংশোধিত) ব্যয় হবে ৭২ কোটি ৯১ টাকা।

এছাড়া ৪১ কোটি ৫৮ টাকা ব্যয়ে ‘ব্যালেন্সিং, মডার্নাইজেশন, রিনোভেশন অ্যান্ড এক্সপানশন (বিএমআরই) অব দ্যা এক্সিসটিং ক্লথ প্রসেসিং সেন্টার এ্যাট মাধবদী, নরসিংদী (১ম সংশোধিত) প্রকল্প।



মন্তব্য চালু নেই