৭০ বছরের একজন বৃদ্ধারও কি পর্দা করা প্রয়োজন ?

৭০-৮০ বছরের বৃদ্ধার পর্দা করা ফরজ না। তবে এক্ষেত্রে একটি শর্ত পালনের কথা ইসলাম বলেছে আর তা হল, বৃদ্ধা যেন সেজেগুজে প্রসাধন করে বাহিরে বের না হয়। এ প্রসঙ্গে মহান আল্লাহ বলেছেন, “বৃদ্ধা নারী; যারা বিবাহের আশা রাখে না, তাদের জন্য অপরাধ নেই; যদি তারা তাদের সৌন্দর্য প্রদর্শন না করে তাদের বহির্বাস খুলে রাখে।” (নূরঃ ৬০)

তবে বৃদ্ধের পর্দা করাটাই উত্তম। যেহেতু মহান আল্লাহ বলেছেন, “তবে এ থেকে তাদের বিরত থাকাই তাদের জন্য উত্তম। আর আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ।” (নূরঃ ৬০)



মন্তব্য চালু নেই