৭১ টিভি আদালত অবমাননা করেছে : অ্যাটর্নি জেনারেল

যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, ‘একাত্তর টিভি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কারো দ্বারা প্রভাবিত হয়ে প্রধান বিচারপতির সঙ্গে অন্য এক বিচারপতির কথোপকথনের ভিডিও প্রচার করে আদালত অবমাননা করেছে। প্রধান বিচারপতিকে হেয় করতেই প্রধান শিরোনাম করে এটা প্রচার করা হয়েছে।’

মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে একাত্তর টিভি বিষয়ে আদালতের আদেশ জানানোর সময় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মাহবুবে আলম বলেন, ‘একাত্তর টেলিভিশনে প্রধান বিচারপতির একটি কথোপকথন প্রচারের সময় প্রধান বিচারপতির ছবি ব্যবহার করা হয়েছে। কিন্তু যার সঙ্গে কথা হয়েছে তার ছবি দেখানো হয়নি। ব্ল্যাকে রাখা হয়েছিল। আমি মনে করি এটা ‍উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘যেটা আদালতে বাজাতে দেননি, সেটাই তারা (একাত্তর টেলিভিশন) বাজিয়ে সারা দেশে প্রচার করেছে। এতে প্রধান বিচারপতিকে হেয় করা হয়েছে। এখন এখানে আদালত অবমাননা হয়েছে কি না, সেটা আদালত দেখবেন।’

আদালতে আপনি কী বক্তব্য রেখেছেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা আদালত অবমাননা। প্রাক্তন অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলামের কাছে আদালত জানতে চাইলে তিনিও আমার সঙ্গে একমত হয়েছেন।’

এর আগে মঙ্গলবার সকালে টেলিফোনে প্রধান বিচারপতির কথোপকথন নিয়ে বেসরকারি টেলিভিশন একাত্তরে প্রচারিত অডিও টেপ এবং এ নিয়ে টকশোর ভিডিও দাখিলের নির্দেশ দেন আপিল বিভাগ।

১৬ আগস্টের মধ্যে একাত্তর কর্তৃপক্ষকে এ ভিডিও ফুটেজ জমা দিতে হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

প্রসঙ্গত, দৈনিক জনকণ্ঠের বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় তাদের প্রতিবেদনের সপক্ষে সাকা চৌধুরীর মামলা নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে অন্য এক বিচারপতির টেলি-কথোপকথনের শ্রুতিলিখন আদালতে তুলে ধরেন আইনজীবী সালাউদ্দিন দোলন। সেটি নিয়ে গতকাল রাতে একাত্তর জার্নালে টকশো অনুষ্ঠিত হয়। টকশোতে প্রধান বিচারপতির কথোপকথনের ভিডিও প্রচার করা হয়।



মন্তব্য চালু নেই