৭১ লাখ টাকায় বিক্রি হল গ্যালাক্সি এস৬ আয়রন ম্যান সংস্করণ !

কিছুদিন আগেই বাজারে এসেছে স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি এস৬ এজ আয়রন ম্যান সংস্করণ। তবে স্মার্টফোনটি বাজারে ছাড়া হয়েছে একেবারেই অল্পসংখ্যক। আর এক ব্যক্তি এর কয়েকদিন পরই চীনের একটি নিলাম ওয়েবসাইটে বিক্রির জন্য লিপিবদ্ধ করেছেন স্মার্টফোনটি।

স্মার্টফোনটি কেনার জন্য এতে বিড করা হয়েছে প্রায় ৯০ হাজারবার। যে কয়টি স্মার্টফোন বাজারে ছাড়া হয়েছিল, তার প্রতিটির পেছনেই আছে একটি সিরিয়াল নাম্বার। এই স্মার্টফোনটির সিরিয়াল নাম্বার ছিল ৬৬। চীনে এমনিতেই ‘৬’ সংখ্যাটিকে ভাগ্যবান বলে ধরা হয়। আর এর ফলে এই স্মার্টফোনটি ছিল দ্বিগুণ ভাগ্যবান। আর এই কারণেই অনেকেই এটি কিনতে হুমড়ি খেয়ে পড়েছিলেন।

ফলশ্রুতিতে বাড়তে থাকে এর মূল্য। আর সর্বশেষ নিলাম থামল ৯১ হাজার ডলারে যা বাংলাদেশী টাকায় প্রায় ৭১ লাখ। বুঝতেই পারছেন, মনের ইচ্ছা মেটাতেই কেউ একজন কিনে নিয়েছেন এই সৌভাগ্যের প্রতীকটি।



মন্তব্য চালু নেই