‘৭ নভেম্বর বিএনপির বিপ্লব দিবস নয়, হত্যা দিবস’

৭ নভেম্বর বিএনপি জাতীয় বিপ্লব দিসব পালনকে হত্যা দিবস বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য মোহাম্মদ নাসিম। বিএনপির ‘জাতীয় বিপ্লব দিবস’ পালনের সমালোচনা করে তিনি বলেন, ‘এটা বিএনপির কীসের বিপ্লব দিবস, এটা তো হত্যা দিবস।’

বৃহস্পতিবার সকালে জেলহত্যা দিবস উপলক্ষে ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবন চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে নাসিম এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার যেমন বিচার হয়েছে, জাতীয় চার নেতারও বিচার হয়েছে। বাঙালি জাতি স্বস্তি পেয়েছে। জাতীয় চার নেতার পরিবারও স্বস্তি পেয়েছে।’

তিনি আরো বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে আমরা বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার অসমাপ্ত কাজ সম্পন্ন করার জন্য দেশের জনগণকে সঙ্গে নিয়ে এগিয়ে যাব। ইনশা আল্লাহ ২০১৯ সালের নির্বাচনেও সেই পরাজিত শক্তি বিএনপি-জামায়াত জোট যারা জাতীয় চার নেতার হত্যাকারীকে আশ্রয়-প্রশ্রয় দিয়েছে তাদেরকে চূড়ান্তভাবে পরাজিত করব।’



মন্তব্য চালু নেই