৮০০ কোটি টাকা লুট: প্রয়োজনে যুক্তরাষ্ট্রের রিজার্ভ ব্যাংকের বিরুদ্ধে মামলা

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে প্রায় ৮শ কোটি টাকার সমপরিমাণ ১০ কোটি ডলার হাতিয়ে নেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকের বিরুদ্ধে প্রয়োজনে মামলা করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

মঙ্গলবার বিকেলে সচিবালয়ে সংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি। বিষয়টি আমার জানা ছিল না। আমেরিকা থেকে ফেরার পর সিলেটে গিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্ণরের একটি ক্ষুদে বার্তা পাই। তাতে তিনি আমার সঙ্গে কথা বলা প্রয়োজন বলে জানান। পরে তাকে ফোন করলে তিনি যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যাংক থেকে হ্যাকাররা বাংলাদেশের অর্থ হ্যাক করেছে বলে জানান। এর আগে আমি জানতাম না।’

তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংকের কোন রেসপন্স থাকলে তা তারা দেবে। তবে এখানে বাংলাদেশ ব্যাংকের কোন দোষ নাই। বিষয়টি ফেডারেল রিজার্ভ ব্যাংক যারা হ্যান্ডেল করেন তাদের দায়, তাদের ওখানে কোন গন্ডগোল হয়েছে। যদিও তারা তাদের দায় অস্বীকার করেছে।’



মন্তব্য চালু নেই