আ’লীগ প্রার্থীর গাড়িবহরে বোমা হামলা

যশোর প্রতিনিধি: সদরের বাঘারপাড়ায় আওয়ামী লীগের প্রার্থীর গাড়িবহর লক্ষ্য করে বোমা ও গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এতে গিয়াস উদ্দিন নামে এক যুবলীগ কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার রাত ৯টার দিকে ভাটার আমতলায় এ ঘটনা ঘটে। আহত গিয়াস উদ্দিন বাঘারপাড়ার খাজুরা এলাকার রাজাপুর গ্রামের আলা উদ্দিনের ছেলে।

বাঘারপাড়ার বন্দবিলা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী ভোলা জানান, রাতে তারা ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রচার শেষে খাজুরা বাজারে ফিরছিলেন। সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে তার আলোচনা ছিল।

পথিমধ্যে খাজুরা বাজারের কাছাকাছি ভাটার আমতলায় পৌঁছালে প্রতিদ্বন্দ্বী প্রার্থী শওকত আলী মণ্ডলের লোকজন তার গাড়িবহর লক্ষ্য করে বোমা হামলা করে। এসময় গুলিও বর্ষণ করে। এতে তিনটি গুলি গিয়াস উদ্দিনের বাম পায়ে লাগে।

চেয়ারম্যান প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী ভোলা আরো জানান, প্রাইভেটকারে ছিলেন গিয়াস উদ্দিন। বোমা বিস্ফোরণের পর তিনি গাড়ি থেকে নামতে দরজা খুললে তাকে লক্ষ্য করে গুলি করে। এসময় তিনটি গুলি তার পায়ে বিদ্ধ হয়।

বাঘারপাড়ার খাজুরা পুলিশ ফাঁড়ি ইনচার্জ এএসআই মাসুদুর রহমান বোমা বিস্ফোরণ ও গুলির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



মন্তব্য চালু নেই