অগ্নিঝরা মার্চ :: মুক্তিযুদ্ধের গৌববগাঁথা

লাল-সবুজ পতাকা উড়ানোর দিন আজ

আজ ২৬ মার্চ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির শৃঙ্খল মুক্তির দিন। বিশ্বের বুকে লাল-সবুজের পতাকা ওড়ানোর দিন। ১৯৭১ সালের এদিনে ঘোষিত হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা। রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের সূচনার সেই গৌরব ও অহঙ্কারের দিন আজ। ভয়াল ‘কালরাত্রি’র স্বজন প্রিয়জনের সারি সারি মৃতদেহ, কুণ্ডলী পাকিয়ে আকাশে ওঠা ধোঁয়া, পোড়াকাঠ, জননীর কান্না নিয়ে রক্তেরাঙা নতুন সূর্য উঠেছিল একাত্তরের এইদিনে। সেদিন জ্বলে ওঠে মুক্তিকামী মানুষের চোখ। আধুনিক অস্ত্রের মুখে গড়লো ইস্পাত কঠিন বিশ্বাসের প্রতিরোধ। মৃত্যুভয় তুচ্ছ করে ‘জয় বাংলা’ স্লোগানে ট্যাংকের সামনে এগিয়ে দিল সাহসী বুক। তাই আজ অত্যাচার-নিপীড়নে জর্জরিত বাঙালি জাতির সামনে আলোকময় ভবিষ্যতের দুয়ার খুলে দেয়ার দিন। উৎসব ও আনন্দের দিন।বিস্তারিত