lol এর দিন শেষ, সকলের পছন্দ এখন haha

অনুভূতি প্রকাশের জন্য বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ বিভিন্ন সংক্ষিপ্ত শব্দ প্রকাশ করে থাকে। এর মধ্যে এতদিন যাবত ফেসবুকে এগিয়ে ছিল LOL বা লাফ আউট লাউড।

তবে সম্প্রতি ফেসবুকের ‘ইলেক্ট্রনিক লাফিং’ শীর্ষক এক গবেষণায় দেখা গেছে, হাসির অনুভূতি প্রকাশ করতে মানুষ LOL এর পরিবর্তে এখন haha বেশি ব্যবহার করে থাকে।

চলতি বছরের মে মাসের শেষ সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের পোস্ট এই গবেষণার জন্য অনুসরণ করা হয়েছিল। গবেষণায় দেখা গেছে, ৫১.৪ শতাংশ মানুষ অনলাইনে হাসি প্রকাশ করতে haha শব্দটি ব্যবহার করে।

গবেষণায় আরও দাবি করা হয়, ইমোজির চেয়েও বেশি জনপ্রিয় haha বা hehe। যদিও হাসির অনুভূতি প্রকাশে ইমোজি দ্বিতীয় অবস্থানে আছে। ৩৩ শতাংশ মানুষ হাসির অনুভূতি প্রকাশে ইমোজি ব্যবহার করে।



মন্তব্য চালু নেই